Priya Re Song Details
Singer – Shahnewaz Chowdhury Miraz
Lyrics – Eemce Mahad
Tune – Eemce Mihad & Shahnewaz Chowdhury Miraz
Music Composer – Eemce Mihad
Video Edited by – Shakhawat Firoz Irfan
Thumbnail – Shakhawat Firoz Irfan
Priya Re | প্রিয়া রে | Eemce Mihad | Miraz | Full Song Lyrics
তাকিয়া অসমানের দিকে
সে কি বলো আছে সুখে
ভাবিয়া কান্দিয়া মরি
সে যে পাশে নাই
বিধাতা আমাকে বলো
কোথায় গেলে তারে পাবো
যন্ত্রনা গুলো আমাকে
ভেতরে পোড়াই
ভাবতে ভাবতে তারে আমি…
চোখ বুঝিয়া জড়াই ধরি…
চোখ মেলিয়া দেখি আমি…
সে যে বুকে নাই…
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া
কেনো দিলি আমায় ভাঙ্গিয়া
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া
মন দিলি আমার ভাঙ্গিয়া
এখন আমি একা থাকি
নিজেরে আয়নাতে দেখি
চোখ দুইটা মেইলা দেখি
চোখে পানি নাই
রক্ত জইম্মা হইছে কালো
তবু তুমি থাকো ভালো
কষ্ট গুলো পুইষা রাখি
তোমারই নেশায়…
ভাবতে ভাবতে তারে আমি…
চোখ বুঝিয়া জড়াই ধরি…
চোখ মেলিয়া দেখি আমি…
সে যে বুকে নাই…
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া
কেনো দিলি আমায় ভাঙ্গিয়া
প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া
মন দিলি আমার ভাঙ্গিয়া